English

24 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা: হাসিনা-কামালসহ ১৫শ জনের বিরুদ্ধে মামলা

- Advertisements -

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিবুর রহমান (১৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ১,৫০৬ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে নিহত হাসিবুরের চাচা ফুয়াদ হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।

আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ ও সাভার আশুলিয়ায় গণহত্যার মাস্টারমাইন্ড ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি।

নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুর রহমান মাদারীপুর জেলার কালকিনি থানার কালাইপুর গ্রামের দেলোয়ার হোসেন ঢালির ছেলে। সাভার উত্তর জামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন হাসিবুর।

মামলার এজাহারে বলা হয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবর শুনে ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাসিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন ৭ আগস্ট মৃত্যু হয় তার।

আসামিদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। দুজনই আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, আসামিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে পরস্পরের যোগসাজসে হত্যা এবং হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন