English

23 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

বিধি-নিষেধ অমান্য করায় আরও গ্রেফতার ৩০৩

- Advertisements -

বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় আরও ৩০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ডিএমপির মোবাইল কোর্টের মাধ্যমে ১০৩ জনকে ১ লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। আর ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইনে ১৮৩টি যানবাহনকে ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

আজ ডিএমপির মিডিয়া শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ডিএমপি সরকারঘোষিত লকডাউন বাস্তবায়নে চেকপোষ্ট, অভিযান, মোবাইল কোর্ট, সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করছে।

এদিকে, সারাদেশে বিধি নিষিধ বাস্তবায়নে র‌্যাব সদস্যরাও দিনভর মাঠে দায়িত্ব পালন করেছেন। র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোষ্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট। গতকাল সারাদিন র‌্যাবের ১৭৮টি টহল ও ১৭৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্য মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এছাড়া র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দেশব্যাপী ভ্রাম্যমাণ আলাদল পরিচালনা করেছে।

বিধি নিষিধ অমান্য করায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতে ১০৩ জনকে ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্য দেড় হাজারের অধিক মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন