সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে একটি কমিটি করেছেন হাইকোর্ট। এসব কনটেন্ট নিয়ন্ত্রণে কী করা যায়, সে বিষয়ে এক মাসের মধ্যে সুপারিশ আকারে রিপোর্ট দিতে বলা হয়েছে।
একই সঙ্গে ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (১০ মার্চ) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টে রিটটি করেছিলেন বেসরকারি টিভি চ্যানেলের (দেশ টিভির) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। তার পক্ষে আইনজীবী ছিলেন মুস্তাফিজুর রহমান।