বরখাস্তকৃত ওসি প্রদীপ দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় আগামী ২৭ জুলাই ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এই তারিখ নির্ধারণ করেন।
রায়ের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক। তিনি বলেন, দুদকের মামলার যুক্তিতর্ক উপস্থাপন সোমবার শেষ হয়েছে। এরপর আদালত আগামী ২৭ জুলাই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে সেই তারিখ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।
যুক্ততর্কের শুনানির জন্য মামলার দুই আসামি প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারণকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যুক্ততর্ক শেষে পুনরায় কড়া প্রহরায় তাঁদের কারাগারে পাঠানো হয়।
যুক্ততর্কের সময় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, তাঁদের মক্কেল নির্দোষ। তাঁদের যেন খালাস দেওয়া হয়।
কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সম্পৃক্ততার দায় প্রমাণিত হওয়ায় কক্সবাজারের আদালত মৃত্যুদণ্ড দেন প্রদীপকে। ওই মামলার তদন্তকালেই দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামে প্রদীপ দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। ২০২০ সালের ২৩ আগস্ট দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে গত বছরের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর ১৫ ডিসেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। সেই মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমাণ।