English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য ৩০ অক্টোবর

- Advertisements -

দুদকের মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

সোমবার (৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় সোমবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও নাজমুল হুদা অসুস্থ থাকার কারণে আদালাতে আসতে না পারায় নতুন তারিখ ধার্য করেন আদালত।

দুদকের আইনজীবী এম এ সালাউদ্দিন ইস্কান্দার কিং বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া ও উৎকোচ চাওয়ার অভিযোগে এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের মামলা করেন নাজমুল হুদা। তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক।

পরে মিথ্যা অভিযোগ করায় ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করে দুদক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন