ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে দায়ের হওয়া মামলার রায়ে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম সুজন মহন্ত (৩৭)। জয়পুরহাটের পাঁচবিবি পশ্চিম বালিঘাটা গ্রামে তার বাড়ি। আদালত তাকে এক লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সুজন মহন্ত তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি নজরে এলে রাতেই পাঁচবিবি থানা পুলিশ সুজনকে আটক করে। তখন তার মোবাইল ফোন জব্দ করে ওই পোস্ট দেওয়ার সত্যতা মেলে। এ ব্যাপারে পরদিন তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করা হয়।
আইনজীবী ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে সুজনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছেন। তাই আদালত তাকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।