দিনাজপুরে গতকাল বুধবার দুপুরে আন্তঃনগর ট্রেনের ১ টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে দিনাজপুর জিআরপি থানা পুলিশ। জানা গেছে, সদ্য মাত্র ট্রেন চলাচল শুরু হয়েছে। পূর্বের ন্যায় আবারও ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না। ট্রেনের টিকিটের জন্য হাহাকার উঠেছে।
টিকিট কালোবাজারিরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে ২টি আন্তঃনগর ট্রেনের টিকিট সহ মাতাসাগর ভাটপাড়া এলাকার রবি চক্রবর্তীর পুত্র মোঃ হাসান আলী ওরফে পলাশ নামে এক যুবককে গ্রেফতার করে দিনাজপুর জিআরপি থানা পুলিশ।
পুলিশ জানান, তৈমুর রহমান ওরফে ভাগিনা নামে এক যুবক পলাতক রয়েছে। দিনাজপুর জিআরপি থানার অফিসার্স ইনচার্জ মোঃ এরশাদুল হক ভূইয়া জানান, ইদানিং লক্ষ্য করেছি আমরা ট্রেনের টিকিট সংকট দেখা দিয়েছে।
জনসাধারণের ভোগান্তি বেড়ে গেছে। তাই অভিযান চালিয়ে এক ট্রেনের টিকিট কালোবাজারিকে আমরা গ্রেফতার করেছি। পলাশের সহযোগি পলাতক রয়েছে। তিনি আরও জানান, ধৃত হাসান আলী ওরফে পলাশকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং-০১।