জয়পুরহাটে ডাকাতি মামলায় দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সর্বাঙ্গভাদুরিয়া গ্রামের মৃত খলিমুদ্দিনের ছেলে খালেদ ওরফে নওশা ও দুর্গাপুর গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে খোরশেদ। তারা দুজনই পলাতক রয়েছেন।
মামলার সূত্রে গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর রাতে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া পুলিশ বক্সের সামনের রাস্তায় কয়েকজন ডাকাত রশি দিয়ে পথ রোধ করে ডাকাতি করছিল। এসময় পথচারীদের চিৎকারে পুলিশ সেখানে পৌঁছালে ডাকাতরা গুলি ছোঁড়ে। তখন পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করেন। এসময় কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলার পর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।
জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।