English

22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

ছেলে হত্যার দায়ে বাবাসহ ৪ জনের যাবজ্জীবন

- Advertisements -

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ছেলেকে হত্যার মামলায় আসামি বাবা, ভাই, ভাইয়ের স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ বান্দরবান পার্বত্য জেলা আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আরিফ উল্লাহ (৩৫), আছমা সিদ্দিকা (২৮), মোজাফফর আহম্মেদ(৬৫) ও শাহানাজ বেগম (৪৫)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ ইকবাল করিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বসতভিটার জমি ভাগাভাগি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ২০১৬ সালের ৯ ডিসেম্বর সকালে তার বাবা, ভাই, ভাইয়ের স্ত্রীসহ ৪ জন নিজ বসতঘরে এসে শাহ আলমের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হমলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরে নিহতের স্ত্রী আরফাতুন্নেছা আরেফা ২০১৬ সালের ১৯ ডিসেম্বর দণ্ডিতদের বিরুদ্ধে মামলা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন