English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলায় জাহিদ ও জহুরুল ২ দিনের রিমান্ডে

- Advertisements -

গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি শেষে আসামি জাহিদ ও জহুরুল এর দুদিনের রিমান্ড মুঞ্জুর ও সাহাদত ও জাহাঙ্গীর এর স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণ করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ।
উল্লেখ্য পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোবাইলে প্রেম ও পরবর্তীতে বিয়ের আশ্বাসে বাড়ি দেখানোর কথা বলে ঢাকায় প্লাস্টিকের কারখানায় কর্মরত স্বামী পরিত্যক্ত ২০ বছরে এক মেয়েকে আসামি সাহাদত(২০) পিতা আনোয়ারুল সাং চাষকপাড়া গত আগষ্ট মাসের শেষ সপ্তাহে গোবিন্দগঞ্জ ডেকে আনে।সাহাদত মেয়েটিকে দুর থেকে তার বাড়ি দেখিয়ে রাতে কোন এক হোটেলে রাত যাপন করে পরের দিন ঢাকায় পাঠিয়ে দেয়।
মেয়েটি ঢাকা যাওয়ার পর সাহাদত অসহায় মেয়ের সাথে প্রতি নিয়ত মোবাইলে যোগাযোগ রক্ষা করে চলে এবং মেয়েটিকে বিয়ের কথা দিলে সেই প্রলোভনে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মেয়েটি গোবিন্দগঞ্জ চলে আসে বাস যোগে। সাহাদত মেয়েটি নিয়ে তার কর্মস্হল চক গোবিন্দ মেগাস্টার হাইওয়ে হোটেলে নিয়ে গিয়ে আসামি জহুরুলের সহযোগিতায় হোটেলের পিছনের একটি ঘরে রাত অনুঃ ৭ টায় ধর্ষণ করে।
এরপর সাহাদত মেয়েটি কে বিয়ে পড়ার কথা বলে আসামি শ্রী নবানু(৩২) পিতা শুনিল সাং কুড়িপাড়ার নিকট হস্তান্তর করলে সে মেয়েটি নিয়ে আসামি জাহিদ হাসান(২৭) পিতা মৃত ইউনুস আলি সাং কষাইপাড়া এর বোয়ালিয়াস্হ বাগানবাড়িতে নিয়ে গিয়ে আসামি নবানু জাহিদের হাতে তুলে দেয়। তথায় আসামি জাহিদ, জাহাঙ্গীর(৩৫) পিতা হামিদ সাং বোয়ালিয়া নয়াপাড়া সহ কয়েকজন মিলে মেয়েটিকে ইচ্ছের বিরুদ্ধে পালাক্রমে ধর্ষন করে।
আসামি জাহিদ রাতে মেয়েটিকে তার বাগানবাড়িতে তালা মেরে আটকে রাখে এবং পরেরদিন ২৪ সেপ্টেম্বর দিনব্যাপি আসামি জাহিদের বাগানবাড়িতে জাহিদ সহ তার চক্রের সদস্যরা মেয়েটিকে আকুতি- মিনতি শর্তেও একাধিক বার ধর্ষন করে।
এরপর সন্ধ্যার সময় আসামিরা কোন কাজে বাহিরে গেলে মেয়েটির চিৎকারে প্রতিবেশী এক মহিলা ও পুরুষ এসে রাতে মেয়েটি বাগানবাড়ি হতে কৌশলে বের করে দেয়।এরপর মেয়েটি সাহাদত কে ফোনে ডেকে আনে। সাহাদত মেয়েটি ভয়ভীতি দেখিয়ে তাকে ঢাকা চলে যাবার জন্য মায়ামনি মোড়ে আনে।মেয়েটি ঢাকা যাওয়ার ভাড়া চাইলে সাহাদত টাকা আনার কথা বলে পালিয়ে যায়। মেয়েটি সারারাত ঢাকা বাসস্ট্যান্ডে রাত কেটে পরের দিন ২৫ সেপ্টেম্বর সকাল অনুঃ ৯ টায় গোবিন্দগঞ্জ থানায় আসে।এবং মেয়েটির বক্তব্য শুনে ওসি গোবিন্দগঞ্জের নেতৃত্বে এসআই আরিফ, মোবারক এএসআই সাইফুলদের সমন্বয়ে একটি টিম সাড়াশি অভিযান চালিয়ে প্রথমে আসামি সাহাদত কে এরপর সাহাদতের তথ্য অনুযায়ী আসামি জাহিদ,জাহাঙ্গীর ও জহুরুল দের আটক করে।
গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভনে ডেকে এনে গনধর্ষণ, আটক ৪

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন