অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ের সাতটি বাসকে জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার রাজানীর আব্দুল্লাপুর ফ্লাইওভারে সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
এসময় অভি পরিবহন, একতা পরিবহন, হাজী পরিবহন, ইউনাইটেড পরিবহন, শ্রাবন পরিবহনের একটি করে এবং সেবালাইন পরিবহনের দুইটি গাড়ি থেকে ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকাও ফেরত দেওয়া হয়েছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, মানুষের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করার জন্য বিআরটিএর অভিযান চলমান থাকবে।