মন্ত্রিত্ব আর দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসানসহ দু’জনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।
মামলার আবেদনে আরেক আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ। রবিবার মামলাটির আবেদন করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী।
ট্রাইব্যুনালের বিচারক ছুটিতে থাকায় সোমবার শুনানির তারিখ রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার।
তিনি বলেন, আজ (রবিবার) মামলা ফাইলিং হয়েছে। তবে, বিচারক ছুটিতে থাকায় সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।
বিভিন্ন টক শো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য ও ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান মুরাদ।