English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

মিতু হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন শুনানি ২২ ফেব্রুয়ারি

- Advertisements -

মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় বাবা মোশাররফ হোসেনের দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের শুনানি পিছিয়েছে। রবিবার চট্টগ্রাম অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হাকিমের আদালতে শুনানির ধার্য দিন থাকলেও তা পিছিয়ে ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

বাবুল আকতারের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মিতুর বাবা রবিবার আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি সময় চেয়ে আবেদন করেছেন। এছাড়াও বাবুল আকতারের পক্ষে দুইটি আবেদন করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বাবুলের জামিন ও অন্যটি মোশাররফের মামলার ডকেট বাবুলের দায়ের করা মামলার সাথে সংযুক্ত করার যে আবেদন পিবিআই আদালতে দাখিল করেছে। সেটি নামঞ্জুরের জন্য আবেদন করা হয়েছে। আদালত আবেদন দুইটি শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্ম ওমর ফারুক বলেন, একই ঘটনায় দুই মামলা নিয়ে আদালতের পর্যবেক্ষণ দিয়েছেন। মিতুর বাবার করা মামলার ২৭৬ পৃষ্ঠার প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে। সেই সাথে মামলার আসামি, সাক্ষীর জবানবন্দিসহ প্রাসঙ্গিত নথিপত্র বাবুল আকতারের করা মামলাটিতে যুক্ত করার আবেদনও করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বিপিএলে তামিমের দলে আফ্রিদি

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন