ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ ফরিদা বেগম হত্যা মামলায় স্বামী সরোয়ার শেখকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ প্রদান করেন। এছাড়া এ মামলায় অপর ৩ আসামিকে খালাস প্রদান করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুলাই মধুখালীর নওপাড়া গ্রামের গৃহবধূ ফরিদা বেগমকে যৌতুকের দাবিতে মারপিট করে স্বামী সরোয়ার শেখ। পরে স্বামীর বাড়ি থেকে ফরিদার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় সরোয়ার শেখ, মা সাহেরা বেগম ও দুই মামাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় ঘোষণা করা হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবি।