সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে ফেসবুকে গালিগালাজ করার অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম নুনু মিয়ার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. ময়না মিয়া এ মামলা করেন।
বিশ্বনাথ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মুহিবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়ার মধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছে। ফেসবুকে লাইভে এসে এই দুজনই একে অপরকে অকথ্য ভাষায় গালাগাল করছেন। একজন অপরজনকে ‘চোর’ আখ্যা দিচ্ছেন।
মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে একমাত্র আসামি করে করা মামলার এজাহারে আওয়ামী লীগ নেতা ময়না মিয়া উল্লেখ করেন, উপজেলা চেয়ারম্যান একজন অসৎ, জনগণের অর্থ আত্মসাৎকারী দুর্বৃত্ত প্রকৃতির লোক।
এদিকে, বিশ্বনাথ পৌরসভার নির্বাচিত মেয়র মুহিবুর রহমান বিশ্বনাথ তথা সিলেটের রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত ও সুনামের অধিকারী।
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান। গত ২৩ আগস্ট নুনু মিয়া নিজের ফেসবুক আইডি থেকে মুহিবুর রহমানকে অপমান-অপদস্থ করতে গালিগালাজ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, মুহিবুর রহমান সম্পর্কে মিথ্যা, কুরুচিপূর্ণ, আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে তার মানহানি করা হয়েছে। মেয়র মুহিবুর বহমান সম্পর্কে নুনু মিয়ার এই বক্তব্যে পৌর এলাকার সাধারণ মানুষ ও তার সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।