গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সোমবার সকাল থেকে লকডাউন অমান্য করে গণ-পরিবহনের বাস চলাচল করায় ১২টি বাস আটক করেছে হাইওয়ে পুলিশ।
সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পাশে গতকাল রাতে দুই ট্রাকের সংঘর্ষে যানবাহন আটকা পড়ে। এই কারণে দীর্ঘক্ষণ গাড়ি বন্ধ থাকায় সে সমস্ত গাড়িগুলো আসতে সুযোগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা ১২টি লোকাল বাস আটক করেছি।