English

29 C
Dhaka
বুধবার, নভেম্বর ২০, ২০২৪
- Advertisement -

ট্রেনের ছাদে-ইঞ্জিনে ভ্রমণের দায়ে গ্রেফতার ১৩

- Advertisements -

ফেনী ও কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে অবৈধ ভ্রমণ এবং হকার রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১৩ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরীর নির্দেশে ওই দুটি স্টেশনে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ছাদে ও ইঞ্জিনে অবৈধ ভ্রমণ ও হকার রোধে অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশন অতিক্রমকালে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করার এবং অবৈধভাবে হকারেরা পণ্য বিক্রির অপরাধে শাহজালাল (১৮), শামিম মিয়া (২৫) বাবলু মিয়া (১৯),  জিসান (১৮), রাব্বি (২১), রবিউল হক (১৯), ফরহাদ (১৮), মমিনুল (১৮), ইসলাম (২৫), খোকন মিয়া (৫০), মো. সুজনকে (১৮) রেলওয়ে আইনের ১১৩/১১৮ ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় ।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে অবৈধ ভ্রমণ এবং হকার রোধে বিভিন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে অতিক্রমের সময় ট্রেনে অবৈধভাবে পণ্য বিক্রির অপরাধে মো. আমির হোসেন (৫৫) ও খোরশেদ আলমকে (২৪) রেলওয়ে আইনে ১২০(ক) ধারায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে অবৈধভাবে যাতায়াত ও হকার রোধে অভিযান পরিচালনার করা হয়। এ সময় ফেনী ও কুমিল্লা থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন