কিশোরগঞ্জের ভৈরবে বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিন পুলিশসহ আটজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (১১ মার্চ) রাত ৮টার দিকে ভৈরবপুর উত্তরপাড়া আলিম সরকারের বাড়ির সঙ্গে ভৈরবপুর দক্ষিণপাড়া বাওরা বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে শুক্রবার (১০ মার্চ) বিকেলে ভৈরবপুর উত্তরপাড়ার আলিম সরকার বাড়ির নুরের সঙ্গে বাওরা বাড়ির এলাকার প্রান্তসহ কয়েকজনের বাগবিতণ্ডা হয়। শনিবার রাত ৮টায় বিষয়টি নিয়ে সালিশ বসার কথা ছিল। কিন্তু এর আগেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয় পক্ষ ককটেল, লাঠিসোটা, দা, বল্লম, রামদা, ট্যাটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ থামাতে পুলিশ ৩৯ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড সীসা বুলেট নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে বাওরা বাড়ির প্রান্ত বলেন, ‘আলিম সরকার বাড়ির ছেলেরা প্রায়ই বিকট শব্দে মোটরসাইকেল চালিয়ে সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। এ বিষয়ে কথা বললে বাজে ব্যবহার ও অকথ্য ভাষায় গালাগালি করে। আমরা এদের প্রতিহত করতেই তারা দা, লাঠি নিয়ে আমাদের ওপর আক্রমণ করে।’
জানতে চাইলে আলিম সরকার বাড়ির শরীফ মিয়া বলেন, ‘ইতালি থেকে দেশে আসা আমাদের এলাকার নুরু তার মোটরসাইকেলে সাইলেন্সার লাগিয়ে ট্রায়াল দিতে বাওরা বাড়ির এলাকায় যায়। সেখানে ওই এলাকার লোকজন তাকে আটকে রাখে।’
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম বলেন, মোটরসাইকেলের শব্দকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আমাদের তিন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার ও সীসা বুলেট নিক্ষেপ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।