ডিজিটাল নিরাপত্তা ও বিশেষ ক্ষমতা আইনে ইলিয়াস আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেছিলেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। পরে এটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়
মামলায় এক নম্বর আসামি ইলিয়াস আলী। চার নম্বর আসামি করা হয়েছে সাবেক পুলিশ সুপার মো. বাবুল আকতার। এ ছাড়াও মামলার অপর দুই আসামি হলেন- বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু এবং তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া।
মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগ এনে এ মামলার আবেদন করা হয়।