English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

অটোরিকশার ধাক্কায় ওসির মৃত্যু, ১১ বছর পর চালকের ৩ বছরের কারাদণ্ড

- Advertisements -

অটোরিকশার ধাক্কায় মানিকগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়ার মৃত্যুর ঘটনায় করা মামলার রায়ে অটোরিকশাচালক আকতার হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রায় ১১ বছর পর এ মামলার রায় হলো।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি আকতার হোসেন নরসিংদী সদর উপজেলার মাত্র গ্রামের মোহর আলীর ছেলে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় বসবাস করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩০ আগস্ট ভোরে শহরের খালপাড় এলাকায় আকতারের অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তৎকালীন মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হলে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই আকতারকে আটক করে পুলিশ। ঘটনার দিনই সদর থানার এসআই আশিষ কুমার মৈত্র বাদী হয়ে মামলা করেন।

এরপর ২০১২ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আট সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আসামি ১৮ মাস কারাভোগের পর জামিনে ছিলেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন খান মামলা পরিচালনা করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন