English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বৈশাখের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি

- Advertisements -

বৈশাখের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। এদিকে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে পয়লা বৈশাখের আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য পরিবর্তন হলেও আগামী তিন দিনের আবহাওয়া অনেকটাই অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর আরও জানিয়েছিল, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার আশপাশে অবস্থান করছে, তাই আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, দেশের দক্ষিণাঞ্চল ছাড়া দেশের প্রায় সকল বিভাগে আগামী কয়েক দিন ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, সিলেট ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় গতকালও ঝড় হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টি এবং বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে।

এদিকে সুনামগঞ্জ ও হবিগঞ্জে কালবৈশাখী ও বজ্রপাতে নারী-শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সুনামগঞ্জে ভোর ৪টা থেকে শুরু হওয়া ঝড়ে গাছের ডাল বাড়ির ওপর ভেঙে পড়লে এক মা ও দুই শিশুর মৃত্যু হয়। এছাড়াও বজ্রপাতে সুনামগঞ্জে দুজন ও হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন