সাভারের হেমায়েতপুরে অভিনেতা অনন্ত জলিলের কারখানা এজেআই গ্রুপে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসময় তারা সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলে।
বিক্ষুদ্ধ শ্রমিকদের অভিযোগ, অনন্ত জলিলের মালিকানাধীন হেমায়েতপুরের কারখানাটির শ্রমিকদের ডিসেম্বর মাসের বেতন বকেয়া আছে। একাধিকবার বেতন পরিশোধের তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এনিয়ে শ্রমিকদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তারই জেরে কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ করে বিক্ষোভ করেন।
বিক্ষোভের এক পর্যায়ে তারা সিংগাইর-মানিকগঞ্জ সড়কে নেমে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রোববার বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
বিষয়টি নিয়ে কারখানার কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।