রাজধানীর ১৪৮/১৫০ নবাবপুর এলাকার ডিসেন্ট নামের একটি বেকারির পাশে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটে আগুনের খবর পায় সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার। তিনি বলেন, ‘১০টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ১০টি ইউনিট ইতিমধ্যে পৌঁছেছে আরো ৪টি ইউনিট যাচ্ছে।’
বঙ্গবাজারের আগুনের দগদগে ঘা না শুকাতেই নিকটস্থ এলাকায় এই আগুনের ঘটনা ঘটল।