English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

ঢাকা উত্তর সিটিতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু

- Advertisements -
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থানে বিনামূল্যে শুরু হয়েছে ডেঙ্গু পরীক্ষা কর্মসূচি (মাস স্ক্রিনিং টেস্ট ফর ডেঙ্গু)। আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়েছে এ কর্মসূচি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগস্ট মাসের শেষ পর্যন্ত চলবে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কর্মসূচি। কারো ডেঙ্গু জ্বরের আশঙ্কা হলে তিনি যাতে সহজে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারেন সে জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বর্তমানে ডিএনসিসি এলাকার ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চলমান রয়েছে।
ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘মাস স্ক্রিনিং টেস্ট ফর ডেঙ্গু’ কর্মসূচির আওতায় ৪০টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি নিম্নবর্ণিত তারিখ ও স্থান অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করা যাবে।
১ নম্বর ওয়ার্ড :১৩ আগস্ট নব জাগরণী ক্লাব, সেক্টর-৪, উত্তরা।
৯ নম্বর ওয়ার্ড: ৮ আগস্ট বাগবারি এসসি, ১২২/ক, দুয়ানী পাড়া, কমরুদ্দিনের বাসা। ১৬ আগস্ট – ২৫ দিয়াবাড়ি এসসি, নাজিমুদ্দিনের বাড়ি। ২৫ আগস্ট – ৭০ হরিরামপুর  মৃত শামসুল হকের বাড়ি, জহির ফার্মেসীর পিছনে। ৩১ আগস্ট – সিটি কলোনী, নিউ ফোরলেন, খলিলের বাসা, মসজিদের কাছে।
১০ নম্বর ওয়ার্ড : ১৮ আগস্ট – ওয়ার্ড কাউন্সিলর অফিস।
১১ নম্বর ওয়ার্ড : ২২ আগস্ট – ওয়ার্ড কাউন্সিলর অফিস।
১২ নম্বর ওয়ার্ড : ৮ আগস্ট – টিটু মিয়ার বাড়ি, ৫৪/৭ এ শাহ আলী বাগ, মিরপুর-১। ১০ আগস্ট – পাইকপাড়া সমিতি ঘর, পাইকপাড়া, মিরপুর-১। ১৩ আগস্ট – বাস্তুহারা সমিতি ঘর, ৭০৭ জনতা হাউজিং বস্তি, মিরপুর-১। ১৮ আগস্ট – মমিনের বস্তি, উত্তর তোলার বাগ, মিরপুর-১; ২৭ আগস্ট – নাহার কেজি স্কুল, ১৪৪/ক, শাহ আলী বাগ, মিরপুর-১, ঢাকা।
১৩ নম্বর ওয়ার্ড : ৯ আগস্ট ৮২৪, মনিপুর।
১৬ নম্বর ওয়ার্ড : ২০ আগস্ট – ওয়ার্ড কাউন্সিলর অফিস। ৩০ আগস্ট জসিম মোল্লার বাড়ি, আলুব্দী গ্রাম, মিরপুর, ঢাকা। ৮ আগস্ট বিশ্বভিলা, বাড়ি-১৭, রোড-৬, রূপনগর, মিরপুর, ঢাকা। ১৬ আগস্ট বাড়ি-৯৫, রোড-৬, ব্লক-খ, উত্তর বিশিল, মিরপুর-১, ঢাকা। ২৩ আগস্ট রহিমের ক্লাব, ব্লক-ট (বস্তি), সেকশন-৬, মিরপুর, ঢাকা।
১৭ নম্বর ওয়ার্ড : ২৬ আগস্ট সিকদার স্কুল, খিলখেত।
১৮ নম্বর ওয়ার্ড : ২২ আগস্ট আওয়ামী লীগ ক্লাব, কালাচাঁদপুর; ১৫ আগস্ট কাউন্সিলর অফিস।
১৯ নম্বর ওয়ার্ড : ১০, ১৭, ১৮, ২৪, ২৫ ও ৩১ আগস্ট কড়াইল বস্তি, মহাখালী।
২০ নম্বর ওয়ার্ড : ১০, ১৭, ১৮, ২৪, ২৫ ও ৩১ আগস্ট কমিশনারের র্কাযালয়, ওয়্যারলেস, মহাখালী।
২১ নম্বর ওয়ার্ড : ৮, ১৮, ২২, ২৫, ২৯ আগস্ট বাড্ডা জাগরণী ক্লাব, দক্ষিণ বাড্ডা। বাড্ডা হাই স্কুল, গুদারাঘাট, মধ্যবাড্ডা।
২২ নম্বর ওয়ার্ড : ৯ আগস্ট ২১৮/৭/সি বালুর মাঠ, পূর্ব রামপুরা। ১৩ আগস্ট ১৪৪/১ পূর্ব উলন, রামপুরা। ১৮ আগস্ট আওয়ামী লীগ অফিস, জামতলা, পূর্ব রামপুরা। ১৯ আগস্ট ১৪৯/৩/১ জাহাঙ্গীর বস্তি, বাগিচার টেক। ২৬ আগস্ট ৫২/৪, উলন ঝিল পাড়, পশ্চিম রামপুরা।
২৩ নম্বর ওয়ার্ড : ৯ আগস্ট দাবানল ক্লাব, ৩৮/৬, পূর্ব হাজিপাড়া; ১২ আগস্ট কমিশনার অফিস, ৩৩০/বি তাল তলা, নতুন বাজার। ১৮ আগস্ট ২৮ এ/২ মৌলভীর টেক। ২২ আগস্ট মুক্তিযুদ্ধ ক্লাব, হাজিপাড়া। ২৬ আগস্ট মালিবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২৭ আগস্ট ৩৮/৪, পশ্চিম মালিবাগ।
২৪ নম্বর ওয়ার্ড : ২৭ আগস্ট দিপিকার মোড়, আওয়ামী লীগ ক্লাব, সাত রাস্তার মোড়ের পার্শ্ববর্তী।
২৫ নম্বর ওয়ার্ড : ৮, ১৫, ২২ আগস্ট কমিশনার বাড়ি। ১১, ১৮, ২৫, ৩০ আগস্ট ভুলু সাহেবের বাড়ি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন