English

28 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসার দায় নিলো ডিএনসিসি

- Advertisements -

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে না পারাকে দায়ী করে এর দায় নিজেদের কাঁধে নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান।

তিনি বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ডিএনসিসির চেষ্টার কোনো ত্রুটি নেই। তারপরও যেহেতু দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে নেই, সেহেতু সব দোষ আমরা নিজেদের কাঁধেই নিচ্ছি। কিন্তু আমরা সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা মূলত ওয়ার্ড ভিত্তিক কাজ করি। ডেঙ্গুর প্রাদুর্ভাবের শুরু থেকেই আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মাইকিং করে সচেতনতা বৃদ্ধি করেছি। ঢাকা উত্তরের মেয়র যখন যেখানেই যাচ্ছেন ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করছেন। এমনকি আমাদের ওয়ার্ড কাউন্সিলর যারা রয়েছেন, তারাও পাড়া-মহল্লায় গিয়ে লিফলেট বিতরণ করছেন।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন একরকম যুদ্ধের মধ্যেই আছে উল্লেখ করে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘শিক্ষার্থীদের সচেতন করার জন্য আমাদের পক্ষ থেকে বিশেষ একটি বই প্রকাশ করা হয়েছে। সেগুলো স্কুলগুলোতে দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা সচেতনতায় র‌্যালি করছি, বিভিন্ন মিটিং করে পরামর্শ নিচ্ছি।’

তিনি বলেন,‘তারপরও যেহেতু দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে নেই, সেহেতু সব দোষ আমরা নিজেদের কাঁধেই নিচ্ছি। কিন্তু আমরা সাধ্যমতো সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের কাজে কোনো ভুল নেই তা বলছি না। কাজের মধ্যে অনেক সীমাবদ্ধতা থাকে। তবে আমরা কাজ করছি না, এমনটি বলা যাবে না।’

কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা। এতে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক নূর জাহান আরা খাতুন প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন