English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভিড়: পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা

- Advertisements -

সাভারে করোনার টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর শুরু হয় হট্টগোল। এ সময় টিকা নিতে আসা লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা শুরু করে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার সকাল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিকা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, ২ দিন ধরে এভাবে কয়েক হাজার মানুষ আসেন টিকা নিতে। এ কারণে টিকা প্রদানে বেগ পেতে হচ্ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের। তবে এ সময় তাদের ওপর লাঠিপেটার বিষয়টি দুঃখজনক। এজন্য টিকা প্রদানের কেন্দ্রের জায়গা স্বল্পতা ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দুষছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ব্যাপক উৎসাহ নিয়ে মানুষ টিকা নিতে এসেছেন। যেহেতু টিকা নিতে এখন রেজিস্ট্রেশন-আইডি কার্ড লাগে না তাই হাজারো মানুষ এসেছে। এতো মানুষের মাঝে বিশৃঙ্খলা একটু হবেই। আমাদের অনেক কর্মীও আহত হয়েছে, তিনজন এখনও ভর্তি আছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, টিকা নিতে আসা মানুষের ওপর লাঠিপেটার বিষয়টি কোনভাবেই কাম্য নয়। এটা কেন ঘটেছে তা খতিয়ে দেখা হবে।

এদিকে, একসাথে প্রতিদিন এতো লোকের টিকা গ্রহণের কারণে গত কয়েকদিন ধরে থানা বাসস্ট্যান্ড থেকে মুক্তিরমোড় পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সড়কে চলাচলকারী লোকজন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন