সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য বিরাট গণপদযাত্রা নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন আন্দোলনকারীরা।
আজ রবিবার (১৪ জুলাই) গণপদযাত্রাটি বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে এগিয়ে এলে ব্যারিকেড দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে জিরো পয়েন্ট থেকে সামনের দিকে অগ্রসর হতে থাকেন আন্দোলনকারীরা। পরে দুপুর সোয়া ২টায় গুলিস্তান বঙ্গবন্ধু চত্বরে অবস্থান গ্রহণ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা।
ফলে গুলিস্তানে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচলকারীরা।
অবস্থান গ্রহণের সময় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক সার্জিস আলম বলেন, ‘আমরা বঙ্গভবনে আসতে চেয়েছিলাম। আমরা সেখানের কাছাকাছি চলে এসেছি।