সবুজবাগে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে মরিয়ম নামে আট বছরের স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে। সে স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিল।
নিহত মরিয়ম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের দিনমজুর মাসুদ খাঁন ও লিপি বেগমের মেয়ে । বর্তমানে সবুজবাগের পশ্চিম রাজারবাগ বাগ পাড়া পরিবারের সাথে ভাড়াবাসায় থাকতো।
শিশুটির বাবা মাসুদ খান বলেন, গতকাল বিকালে বর্তমান বাসার বাথরুমে ভেন্টিলেটর ও কাপড় রাখার হ্যাঙ্গারের সাথে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলা করার সময়ে একপাশ খুলে গিয়ে তার গলায় প্যাচ লেগে যায়। বিষয়টি তৎক্ষানিক বুঝতে পারেনি তার মা, সে ছোট মেয়েকে খাওয়াচ্ছিল। আমি কাজে গিয়েছিলাম।
পরে দীর্ঘ সময় পার হয়ে গেলে, দ্রুত বাথরুমে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। তখন ঐ বাসায় নির্মাণ কাজের লোকজনের সহযোগিতায় দরজা ভাঙ্গে।
ভিতরে গিয়ে দেখতে পায় ওড়না গলায় পেচানো অবস্থায় পড়ে আছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা’র ধারনা মেয়েটা সেখানে খেলার সময়ে গলায় ফাঁস লেগে মারা গেছে ।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।