আশুলিয়ায় জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকালে আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কের ব্যাপারী মার্কেট এলাকায় অবস্থিত ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসসহ মোট সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কারণ জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এ ঘটনা ঘটতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল পাঁচটার দিকে হঠাৎ করে ওই জুতা তৈরির কারখানায় বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে। এ সময় আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ওই সময় আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয় লোকজন কারখানার কাছে যেতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। আগুন লাগার কারণে কারখানাটির দেওয়ালও ভেঙে পড়েছে।
ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।