ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন সম্পূর্ণভাবে নিভেছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এরপরই শুরু হয় মার্কেট পরিষ্কারের কাজ।
দেখা যায়, আগুন সম্পূর্ণ নির্বাপণের পর চলছে মার্কেট পরিষ্কারের কাজ। সকাল থেকেই সিটি করপোরেশন ও মার্কেট কর্মীরা মিলে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু করেন। এ ছাড়া বন্ধ থাকা পার্শ্ববর্তী চাঁদনীচক, গাউছিয়া মার্কেট খুলে দেওয়া হয়েছে।
আশপাশের দোকানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে গাউছিয়া মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও চাঁদনীচক মার্কেটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।
চাঁ বিক্রয়কর্মীরা বলেন, সকাল-সকাল দোকান খুলেছি। গতকাল তো ব্যবসা বন্ধ ছিল। আজ থেকে আবার শুরু করেছি। কাস্টমার এখন কম থাকলেও আশা করছি বাড়বে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, রোববার সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। এরপর পুলিশের কাছে ভবন বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন আর কোনো আগুনের আলামত নেই।
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানান, দোতলা ও তিনতলার বেশির ভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট সংখ্যাটি সিটি করপোরেশন বলতে পারবে। আমরা ধারণা করছি ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, আগুনে ফায়ার সার্ভিসের ২৪ জন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাদের বেশির ভাগের শ্বাসনালিতে সমস্যা হয়েছে।
উল্লেখ্য, গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।