English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

- Advertisements -

শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ও আওতাধীন দপ্তর-সংস্থার অংশগ্রহণে ইনোভেশন শোকেসিং আজ রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের তৃতীয় তলার করিডোরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

তিনি ইনোভেশন শোকেসিং পরিদর্শন করেন, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে উদ্ভাবনী কার্যক্রম দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ইনোভেশন শোকেসিংয়ে দপ্তরসমূহের ইনোভেশন টিমের এক্সপার্টগণ উদ্ভাবনী উদ্যোগসমূহের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে এর ডিজিটাইজেশন, ইনোভেশন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এর অবদান, Time, Visit, Cost হ্রাসকরণ, উদ্যোগটি জনবান্ধব কী-না, ইত্যাদি।

সকাল ১০টায় শুরু হয়ে শোকেসিং অনুষ্ঠান প্রায় দুই ঘন্টা চলমান থাকে। এ সময় দপ্তর-সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনোভেশন শোকেসিংয়ে শিল্প মন্ত্রণালয় ‘AI enabled Project Management and Evaluation Software’, বিসিক ‘অনলাইনের মাধ্যমে ক্লাউডভিত্তিক সিনক্রোনাইজেশন সিস্টেম ব্যবহার করে আরডিপিপি প্রক্রিয়াকরণ’, বিসিআইসি ‘3D Printing Technology ব্যবহারের মাধ্যমে High Voltage Plan (6.6kv) এ ব্যবহৃত অকেজো 86 Lockout Relay সমূহ পুনঃব্যবহারযোগ্য করে তোলা’, বিএসএফআইসি ‘Smart Cane Procurement and Payment System (SCPS)’, বিএসইসি ‘DOB টেকনোলজি LED Bulb এর PC8B ডিজাইন ও ইমপ্লিমেন্টশন’, বিটাক ‘থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ইম্পেলার তৈরির মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্পের কর্মদক্ষতা বৃদ্ধিকরণ’, বিএসটিআই ‘Online Package Commodities Registration (PCR) Service’, বিআইএম ‘PGD Participant Management System (PPMS)’, ডিপিডিটি ‘শিল্প-নকশা আবেদনের ডিজিটাইজেশন এবং জার্নাল প্রকাশনা’, এনপিও ‘প্রোডাক্টিভিটি ডেটাবেজ সফ্টওয়্যার’, বয়লার ‘বয়লার ব্যবহারের সনদ নবায়ন কার্যক্রম অটোমেশনের মাধ্যমে সম্পাদন (অনলাইনে আবেদন গ্রহণ ও নিষ্পত্তি)’, বিএবি ‘উদ্ভাবনী/সেবাসহজীকরণ ধারণা অনলাইনের মাধ্যমে এ্যাক্রেডিটেশন গ্রহণে আগ্রহী টেস্টিং এবং ক্যালিব্রেশন সেবা
প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রাক যোগ্যতার স্ব-মূল্যায়ন’, এসএমই ফাউন্ডেশন ‘SMEF Suppliers Platform for Women Entrepreneurs’ শীর্ষক ইনোভেশন প্রদর্শন করে।

এ উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে সরকারি সেবায় নতুন দিক উন্মোচিত হবে, জনগণকে প্রদত্ত সেবায় গতি সঞ্চারিত হবে মর্মে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, এটি মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনার একটি নিয়মিত কার্যক্রমের অংশ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন