রাজধানী ঢাকার হাসপাতালগুলোতে করোনা (কোভিড-১৯) রোগীর চাপ কমতে শুরু করেছে। করোনা চিকিৎসায় দেশের সবচেয়ে বড়, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। সপ্তাহখানেক আগেও প্রতিদিন এখানে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হতেন।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এখন হাসপাতালটিতে পর্যাপ্তসংখ্যক আইসিইউ ও সাধারণ শয্যা ফাঁকা রয়েছে।
হাসপাতালভেদে রোগী ভর্তি কমার পাশাপাশি কমছে করোনা পরীক্ষা করানোর হারও। এক-দুই সপ্তাহ আগের তুলনায় পরীক্ষার হার কমেছে ২০-৩০ শতাংশ। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হারও কমেছে।