English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

রাজধানীর ওয়ারীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

- Advertisements -

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরের সামনে মালঞ্চ বাসের ধাক্কায় কামরুন্নেসা গভর্নমেন্ট হাই স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জয়কালী মন্দিরের সামনে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আন্দোলন করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসন করে কী, প্রশাসন ঘুমায় নাকি?’, ‘আমার মা মরল কেন, বিচার চাই, বিচার চাই’ বলে স্লোগান দিতে থাকে। একই সঙ্গে তারা সাত দফা দাবি জানায়।

দাবিগুলোর মধ্যে রয়েছে―দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যার বিচারসহ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত করা, ফুটওভার ব্রিজ বা জেব্রাক্রসিং বা বিকল্প পারাপার ব্যবস্থা, অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রাপ্তিতে চালকের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করা, সড়ক পরিবহন আইনের পূর্ণ বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থাপনায় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে টিকিট ও কাউন্টার ভিত্তিতে গড়ে তোলা।

আন্দোলনে টিকাটুলি কামরুন্নেসা গভর্নমেন্ট হাই স্কুল, ওয়ারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন