English

22 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

রাজধানীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ

- Advertisements -
Advertisements
Advertisements

রাজধানীতে ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ শেষে তাদের মিছিল কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
সোমবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অভিযোগ করে বলেন, আমরা প্রেস ক্লাবের সমাবেশ শেষ করে স্লোগান সহকারে হাইকোর্টের সামনে দিয়ে মৎস্য ভবন হয়ে কাকরাইল ইসলামিক সেন্ট্রাল হাসপাতালের সামনে যাই। এ সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর সামনে এবং পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হন।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, মাজেদুর রহমান রুমন, সাজিদ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান, শাহ নেওয়াজ, রাজু আহমেদ তবিবুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তারা মৎসভবন, কাকরাইল হয়ে ইসলামী হাসপাতালের সামনে আসলে পুলিশ বাধা দেয়। পুলিশের উপস্থিতি দেখে তারাই চলে গেছে। কোনো আটক বা গ্রেফতারের ঘটনা ঘটেনি।
সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বে থাকা পুলিশের একজন কর্মকর্তা বলেন, নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার পর পুলিশ অবস্থান নিয়ে বাধা দেয়। পরে ‘মৃদু লাঠিচার্জ’ করে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন