দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আজ ৩০ নভেন্বর। এই উপলক্ষে সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন দল এবং প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন।
এর মধ্যে ঢাকা বিভাগীয় সেগুনবাগিচা কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় আনুমানিক ৩টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের অভ্যন্তরে বিকট শব্দে ৪-৫টি ককটেল বিস্ফোরণ হয়। এসময় এলাকায় সাধারন মানুষ পথাচারিরা দিকবেদিক হয়ে ছুটতে থাকে।
এতে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এলাকাজুরে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে বিস্ফোরন ঘটার পরপরই বিজিবি,পুলিশ,র্যাব এসে পুরো এলাকা ঘিরে ফেলে।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সমমনা কয়েকটি দল অংশগ্রহন করছেনা। তাঁরা এই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী দফায় দফায় হরতাল অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আজও দেশব্যাপী চলছে হরতাল।
এমন পরিস্থিতিতে জনগণের মাঝে শংকা ও উদ্বেগ কাজ করছে জনমতে প্রশ্ন কি হয়? এই কি হয় এর মদ্ধ দিয়ে সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।