বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠানে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধীতা করে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে মসজিদ গেটে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মোদিবিরোধীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
শুক্রবার জুম্মার নামাজ শেষ এ সংঘর্ষ ঘটে।
মোদিবিরোধীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে। অন্যদিকে পুলিশ টিয়ারশেল ছুড়ছে। পুলিশের সঙ্গে মোদিবিরোধীদের প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন।