রাজধানীর নিউমার্কেট এলাকায় আজ (বুধবার, ২০ এপ্রিল) সকাল থেকে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। সড়কে ব্যবসায়ী-কর্মচারী, শিক্ষার্থীসহ বিবদমান কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি।
সকালে গিয়ে দেখা যায়, নিউমার্কেট এবং এর আশপাশের কয়েকটি মার্কেট এখনো (সকাল সাড়ে ১১টা) খোলেনি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, ঢাকা কলেজের চলমান আন্দোলনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে তিতুমির কলেজ, কবি কাজী নজরুল ইসলাম কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। আজ ঢাকা কলেজের শিক্ষার্থীরাসহ অন্য কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এখনও (সকাল ১১টা ৩০ মিনিট) রাস্তায় নামেনি।