গাজীপুরের কালিয়াকৈর লতিফপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর লতিফপুর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার জানান, উপজেলার লতিফপুর এলাকায় অজ্ঞাত পরিচয়ের একটি লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের লাশটি উদ্ধার করে। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন