দেশজুড়ে চলমান কারফিউ উপেক্ষা করে রাজধানীর ঢাকার উত্তরার আজমপুর থেকে রাজলক্ষী পর্যন্ত মূল সড়কে হাজার হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আজ সোমবার বেলা ১টার দিকে প্রকাশিত এক লাইভ প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাজার হাজার মানুষ সেখানে মিছিল নিয়ে আসে এবং সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
বিবিসি জানায়, সড়কের দুই পাশে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থান নিলেও তারা আন্দোলনে কোন বাধা দিচ্ছে না। ঘটনাস্থল থেকে তাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে রাজউক উত্তরা মডেল কলেজের সামনের সড়ক সেনা সদস্যরা কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরাও করে রাখলেও আন্দোলনকারীরা তা সরিয়ে রাজলক্ষীর দিকে এগিয়ে যায়।
আন্দোলনকারীরা এ সময় এক দফা দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকে।
অনেকদিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলন গতমাসে সহিংস রুপ নেয়। সহিংসতায় সরকারি হিসেবে ১৪৬ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এই সংখ্যা দুই শতাধিক। সর্বশেষ গতকাল রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে ৯৮ জন নিহত হয়েছেন।