সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসিতে ঝুলিয়ে তার ফাঁসি দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ দাবিতে রাজধানীর কারওয়ান বাজারের গোলচত্বরে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভে এ দাবি করা হয়।
এসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, তেজগাঁও থানা ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ মিলন, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, মহানগর উত্তর ছাত্রদল নেতা এ এইচ সাব্বির আজাদ, বিমানবন্দর থানা ছাত্রদরের রমিজ উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।