English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

অবৈধ দখলদারদের নোটিশ নয়, স্থাপনা ভেঙে দেওয়া হবে: আতিকুল ইসলাম

- Advertisements -

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারদের ডিএনসিসির পক্ষ থেকে কোনো ধরনের নোটিশ দেওয়া হবে না, বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর দক্ষিণ কাফরুল এলাকায় সড়ক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

তিনি বলেন, মেয়র হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবে সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। সবার সহযোগিতায় রাস্তা ঘাটের উন্নয়নসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আতিকুল ইসলাম বলেন, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি দায়িত্ববান হয়ে অপ্রশস্ত রাস্তাগুলো প্রশস্তকরণে সক্রিয় ভূমিকা পালন করেন তাহলে সবাই উপকৃত হবে। রাস্তা কারও একার জন্য নয়, সবার ব্যবহারের জন্য, তাই যারা রাস্তা দখল করে রেখেছেন তারা নিজ দায়িত্বে দখল ছেড়ে দিন। কাউকে কোনো নোটিশ দেয় হবে না, বুলডোজার দিয়ে দ্রুত অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে বলে জানান তিনি।

স্থানীয় কাউন্সিলরসহ যারা বাড়ি বাড়ি ও পাড়া মহল্লায় গিয়ে সরু রাস্তা প্রশস্তকরণের কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানান মেয়র।

ডিএনসিসি মেয়র ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন