English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সমাবেশের মাঠ ছাপিয়ে রাস্তায় বিএনপির নেতাকর্মীরা

- Advertisements -

রাজধানীর গোলাপবাগ মাঠে দলে দলে সমবেত হচ্ছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। আগামীকাল শনিবারের সমাবেশ সামনে রেখে আজ শুক্রবার বিকাল থেকেই সেখানে যাওয়া শুরু করেন তারা।

রাত ৯টার দিকে দেখা যায়, খেলার মাঠটি ভরে গেছে। এরপর রাস্তায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এতে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কিছুটা উত্তরে মাঠটির অবস্থান।

দেখা গেছে, কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিএনপি নেতাকর্মীরা মাঠের বিভিন্ন অংশে অবস্থান নিয়েছেন। সেখানে গ্যালারিতে দাঁড়িয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা।

এ ছাড়া মাঠের চারপাশে ল্যাম্পপোস্ট থাকলেও সেগুলোতে বাতি নেই। তবে গ্যালারিতে একাধিক বাতি রয়েছে। অবশ্য সন্ধ্যার পর মাঠে আলো স্বল্পতার সমস্যা অনেকটা কেটে যায়।

গ্যালারির ঠিক সামনে দাঁড়িয়ে কর্মীদের উজ্জীবিত করতে স্লোগান দিতে দেখা যায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও নিপুণ রায় চৌধুরীকে।

মাঠের চারপাশের রাস্তায়ও নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। মাঠের পাশে ধলপুর কমিউনিটি সেন্টারের সামনেও বেশকিছু মানুষকে জমায়েত হয়েছেন।

এ ছাড়া কয়েক মিনিট পরপর দল বেঁধে মাঠে ঢুকছেন বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী–সমর্থকেরা। তারা খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন। এ ছাড়া বর্তমান সরকারের বিরুদ্ধে নানান স্লোগান দিচ্ছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন