কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়েছে।
ইতমিধ্যে রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজারসহ অনেক জায়গায় গোলাগুলির ঘটনাও ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত গুলিবিদ্ধ ও আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে (ঢামেক) চিকিৎসা নিয়েছেন অন্তত ১৩ জন।
আজ রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢামেক হাসপাতালে তারা চিকিৎসা গ্রহণ করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, আহত ১৩ জন হলেন, শনির আখড়া থেকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন (৫০) ও সাব্বির (১৮), মুন্সিগঞ্জের দিপ (২০) ও মঞ্জিল (৫০), শাহবাগ থেকে আহত মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০) সুবাস (২৪), তানভীর রহমান (২০), সেলিম (৪০), রিমন (২৩), হৃদয় (২০)। তা ছাড়া গুলিস্থান থেকে শাহজালাল (৩০)।