রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে গ্যাস লিকেজ থেকে টিনের ঘরে লাগা আগুনে একই পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে দুই বছর বয়সী শিশু মোরসালিন মারা গেছে।
গতকাল শনিবার (২৯ মে) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
দগ্ধদের একজন প্রতিবেশী কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি হাসপাতালের ৭ তলায় ভর্তি ছিল। তার মা লাবনী আক্তার (২৫) সেখানেই চিকিৎসাধীন। আর শিশুটির বাবা সোহেল (৩৫) আইসিইউতে আছেন। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।
গত শুক্রবার (২৮ মে) রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মো. সোহেল (৩৫), তাঁর স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) ও তাঁদের দুই বছরের ছেলে সন্তান মো. মোরসালিন দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, সোহেলের শরীরে ৭৫ শতাংশ, লাবনীর ৩০ শতাংশ ও মোরসালিনের ৮০ শতাংশ দগ্ধ হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে জানা যায় গ্যাস পাইপের লিকেজ থেকে ঘরের ভেতর জমাট গ্যাস মশার কয়েলের সংস্পর্শে এসে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনজন দগ্ধ হন ও গৃহস্থালি মালামাল পুড়ে যায়।