রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩২ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান প্রাথমিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে বিস্ফোরণটি কী কারণে হয়েছে তা এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। তবে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ চারটি ইউনিট কাজ করছে।