English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা, যুবক আটক

- Advertisements -

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে মো. সুজন নামের এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করা হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটার পর সোয়া ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সুজন ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকার ছোহরাবের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম।

হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল ৫টার দিকে সুজন নামের এক অপরিচিত যুবকের সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশে দেয়।

ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এভারকেয়ার হাসপাতালে গিয়ে ওই যুবক বেগম জিয়ার চিকিৎসকের কাছে গিয়ে জানান- ‘‘খালেদা জিয়ার সঙ্গে আমি দেখা করতে চাই, দেখা করা যাবে কি না।’’ পরে তাকে আটক করে থানায় দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

জোড়া গোলে রোনালদোর ‘সেঞ্চুরি’

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন