প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই।
শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনাল ও কমলাপুর স্টেশনে যাত্রীদের উপস্থিতি ছিল দেখার মতো।
বিভিন্ন কারণে যারা ঈদের আগে গ্রামের বাড়ি যেতে পারেননি তারা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দ্বিতীয় দিন রাজধানী ছাড়ছেন।
তাদের মধ্যে একজন যশোরের যাত্রী রাশেদ খান। তিনি বলেন, ঈদে যাত্রাপথে পরিবার নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। আগের অভিজ্ঞতায় এবার ঈদের আগে বাড়ি যাওয়ার চিন্তা করেনি। এখন ভোগান্তি ছাড়াই ঈদের দ্বিতীয় দিন গ্রামের বাড়ি যাচ্ছি।
রাজশাহী যাচ্ছেন কাপড় ব্যবসায়ী সোলাইমান মিয়াজী। তিনি বলেন, অনেকেই চাঁদ রাতে কেনাকাটা করতে আসেন। শেষ সময়ে ব্যবসাও খুব ভালো হয়। তাই প্রতিবারের মতো এবারও ঈদের আগে বাড়ি যাওয়া হয়নি। তাছাড়া ঈদের দ্বিতীয় দিনে ভোগান্তি ছাড়াই আরামে যাওয়া যায়।
এদিকে, অনেকেই আবার ঈদের ছুটিতে আত্মীয়র বাসাতে বেড়াতেও যাচ্ছেন। এমনই একজন তামান্না বেগম। কলাবাগানে তার শ্বশুরবাড়ি। ঢাকায় ঈদ করে তিনি এখন যাচ্ছেন নরসিংদী বাবার বাড়িতে। তিনি বলেন, শ্বশুরবাড়িতে ঈদ করেছি। এখন স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছি।
অন্যদিকে, এদিন ঢাকায় ছাড়ার পথে যাত্রীর চাপ থাকলেই ঢাকামুখি মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম।