English

29 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

আশুলিয়ায় বৃষ্টির পানিতে সয়লাব সড়ক, দুর্ভোগ

- Advertisements -

সাভারের আশুলিয়ায় বুধবার ভোর থেকে ভারি বর্ষণে সড়ক পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরপর থেকেই সড়কটিতে দীর্ঘ যানজট দেখা গেছে। এ ছাড়া গত রবিবার রাতে টানা এক ঘণ্টার বৃষ্টির পরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড রাস্তাতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে আশুলিয়ায় সড়কের আশপাশের এলাকায় জলাবদ্ধতায় বসতবাড়ি, দোকানপাট, সিএনজি স্টেশন, শিল্প কারখানায় পানি ঢুকে পড়ায় আর্থিক ক্ষতির সঙ্গে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, বুধবার ভোর থেকেই আশুলিয়ার ইউনিক, জামগড়া, শিমুলতলা, বুড়ির বাজারসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের ইউনিক থেকে নরসিংহপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আশুলিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘হঠাৎ কইরা ভোরে ঘরে কোমর সমান পানি ঢুকছে। আমার খাট, ফ্রিজ, আলমারি পানিতে শেষ। সকাল থাইকাই পানি সেইচা কমাইতে পারতেছি না। অ্যার কারণে অফিসেও যাইতে পারি নাই।’

সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক টি আই আব্দুস সালাম বলেন, ‘বৃষ্টির কারণে ভোর থেকে এই সড়কে বৃষ্টি পানি জমে আছে। আজকে অবস্থা বেশি খারাপ। বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত সড়ক পানিতে ভরপুর। নৌকা চলার মত অবস্থা।’

সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সড়কটি সংস্কার কাজে নিয়োজিত মেইনটেন্যান্স ঠিকাদার ইমাম বলেন, ‘আমরা রাত-দিন পানি নিষ্কাশনে কাজ করে যাচ্ছি। কিন্তু আশপাশের বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য মিশ্রিত পানি সড়কে ছেড়ে দেয়াসহ খাল দখল করে আবসান গড়ে তোলায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। তারপরও আমরা ড্রেনের ময়লা-আবর্জনা তুলে পানি নিষ্কাশনের পথ সচল করার চেষ্টা করছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন