রাজীব ঘোষ, মহানগর প্রতিনিধি: এ বছর রমজানের শুরুর দিকে সিলেট নগরে ঈদের কেনাকাটার হিড়িক না পড়লেও ১৫ রমজানের পর থেকেই নগর জুড়ে শপিং মহল গুলোতে বেড়েছে ক্রেতাদের ভীড়। সাথে যুক্ত হয়েছে নগরে যানজট আর ভোগান্তি।
প্রতিদিন দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন শপিং মহলগুলো এখন ক্রেতাদের ভীড়ে দেখা যাচ্ছে। ক্রেতাদের কথা মাথায় রেখে এবছর নতুন নতুন কাপড় সংগ্রহ করেছেন বিক্রেতারা।
সরেজমিনে সিলেট নগরের নয়াসড়ক, কুমারপাড়া, আম্বরখানা, জিন্দাবাজার সহ নামি-দামি শপিং মহলগুলো ঘুরে দেখা যায়, বিকেল থেকেই ক্রেতাদের ভীড় জমেছে। এ বছর বাচ্চাদের ও মধ্য বয়সী মানুষদের বেশি কেনাকাটা করতে দেখা যায়।
মনসুর আলম নামের এক ক্রেতা বলেন, রমজানের শেষ দিকে ভীড় বেশি থাকে তাই আগে থেকেই পরিবার নিয়ে কেনাকাটার কাজ শেষ করছি। দাম একটু বেশি মনে হচ্ছে তবে বাচ্চাদের কিনে দিতে পেরে ভালো লেগেছে।
মধুবন মার্কেটের শুভেচ্ছা শাড়ীঘর স্বত্বাধিকারী নাজমুল ইসলাম বলেন বিক্রি ভালোই হচ্ছে দিন যত যাবে ক্রেতা সমাগম ততই বাড়বে বলে আশা করেন ।