English

25 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

বিদ্যুৎবিভ্রাট: গ্যালন-জার হাতে তেল কিনতে ভিড়

- Advertisements -

মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের সময় জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ে বিপুলসংখ্যক মানুষ। এতে জরুরি কাজ চালিয়ে নিতে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। এ কারণে ভিড় বেড়েছে পাম্পে।

গ্যালন-জার হাতে ডিজেল কিনতে পাম্পে লাইনে দাঁড়াচ্ছে মানুষ।
মঙ্গলবার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। পাম্পে গ্যালন-জার হাতে তেল নিতে মানুষের ভিড় দেখা গেছে।
ক্রেতারা বলছেন, বিদ্যুৎ নেই। এখন জেনারেটরই ভরসা। কারেন্ট গেলে কী হবে, অফিস বা বাসার জেনারেটর তো চালাতে হবে। এ জন্য তেল কিনতে এসেছি।

রোকনুজ্জামান নামে এক ক্রেতা বলেন, ‘তেল কিনে জেনারেটর চালাতে হবে। এটাই এখন ভরসা। ’

সাড়ে তিন ঘণ্টা পর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সময়ের মধ্যে সরবরাহ চালুর চেষ্টা চলছে বলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) এমডি কাওসার আমির আলী নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারব। ’

অন্যদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) বিতরণ এলাকার মধ্যে সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।  অন্যান্য এলাকায় দ্রুত সময়ের মধ্যে চালু হবে বলে ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চালু হলেও লোড অনেকটাই কম।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন